Recent in Technology

ফিফায় বড় দায়িত্ব পেলেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র


ফুটবল মাঠে দীর্ঘদিন ধরেই বর্ণবাদী আচরণের ঘটনা ঘটছে। এটি প্রতিরোধ করতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপও নিয়েছিল ফিফা। তা সত্ত্বেও মাঠে বর্ণবাদের ঘটনা থেকেই যাচ্ছে। তবে বর্ণবাদ রুখতে এবার নতুন উদ্যোগ হাতে নিয়েছে বৈশ্বিক ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি।

ফুটবলে এমন ঘৃণিত আচরণ বন্ধ করতে কমিটি গঠন করেছে ফিফা। খেলোয়াড়দের নিয়ে গঠিত বর্ণবাদবিরোধী বিশেষ এই কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন সাম্প্রতিক সময়ে বারবার বর্ণবাদের শিকার হওয়া রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এই কমিটি ফুটবলে বৈষম্যমূলক আচরণের ঘটনায় কঠোর শাস্তির পরামর্শ দেবে।

বৃহস্পতিবার (১৫ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে বিশেষ এই কমিটির কথা নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্রাজিল জাতীয় দল ও ভিনিসিয়াসের সঙ্গে বৈঠকের পর ইনফান্তিনো বলেছেন, ‘ফুটবলে আর কোনো বর্ণবাদ থাকবে না। এটা হলেই ম্যাচ বন্ধ করে দেওয়া হবে। অনেক হয়েছে।’

ভিনিসিয়াসের সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে এনে ইনফান্তিনো বলেছেন, ‘আমি ভিনিসিয়াসকে বলেছি খেলোয়াড়দের দলটির নেতৃত্ব দিতে, যারা বর্ণবাদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রস্তাব করবে। যা পরে বিশ্বব্যাপী ফুটবল কর্তৃপক্ষগুলো বাস্তবায়ন করবে। আমাদের খেলোয়াড়দের কথা শুনতে হবে। নিরাপদ পরিবেশের জন্য আমাদের কী দরকার, তা জানতে হবে। আমরা এ বিষয়টি নিয়ে খুবই মনোযোগী।’

মৌসুমের শুরু থেকেই প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয় ভিনিসিয়াসকে। তবে বিষয়টি আরও তীব্র হয় মৌসুমের শেষ দিকে রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া ম্যাচে। সেদিন ব্রাজিলিয়ান উইঙ্গারকে বর্ণবাদী আচরণের প্রতিবাদে ফুঁসে ওঠে ফুটবল–বিশ্ব। ফিফা সভাপতিসহ বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেক তারকা ভিনির পাশে এসে দাঁড়ান।

লম্বা সময় ধরে বর্ণবাদ ফুটবল অঙ্গনে মাথাব্যথার কারণ হলেও এবার কঠোর অবস্থান নেওয়ার কথা বলছে ফিফা। ইনফান্তিনো বলেছেন, ‘আমাদের আরও কঠোর শাস্তির প্রয়োজন। ফুটবলে বর্ণবাদ আমরা আর সহ্য করব না। ফিফা সভাপতি হিসেবে আমি ভিনিসিয়াসের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেছি।’

এর আগে ভিনির বিরুদ্ধে হওয়া বর্ণবাদী আচরণের তাৎক্ষণিক প্রতিবাদে ইনফান্তিনো বলেছিলেন, ‘ভিনিসিয়াসের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ফুটবল বা সমাজে বর্ণবাদের স্থান নেই। যেসব খেলোয়াড় এ ধরনের পরিস্থিতিতে পড়বে, ফিফা তাদের পাশে থাকবে। ফিফা প্রতিযোগিতায় তিন–ধাপ প্রক্রিয়া চালু আছে, যা সব ধরনের ফুটবলে প্রচলনের পরামর্শও দেওয়া হয়েছে।’

এদিকে ভিনিসিয়াসের ঘটনার পর ব্রাজিলও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। দেশটিতে এরই মধ্যে তার নামে নতুন একটি আইনও অনুমোদন পেয়েছে। ব্রাজিলের রিও ডি জেনিরোর আইনপ্রণেতারা ফুটবল ম্যাচে হওয়া বর্ণবাদী আচরণ কমানোর লক্ষ্যে আইনটি অনুমোদন করেছেন। যে আইনটি এখন ‘ভিনিসিয়াস জুনিয়র ল (আইন)’ নামে পরিচিতি পাচ্ছে।

শুধু এটুকুই নয়, ভিনির সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদে দুটি প্রীতি ম্যাচও খেলতে যাচ্ছে ব্রাজিল। ১৭ জুন বার্সেলোনায় প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ গিনি। এর ৩ দিন পর ২০ জুন পর্তুগালের লিসবনে দ্বিতীয় ম্যাচের সেলেসাওদের প্রতিপক্ষ সেনেগাল।

Ad Code

Responsive Advertisement