চট্টগ্রাম মিরসরাইয়ের ইছাখালীতে নাদিয়া নুসরাত নামের এক মেয়েকে সিএনজিতে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা।

Recent in Technology

প্রতিনিধি, মিরসরাই, চট্টগ্রাম
প্রকাশ: ১৬ জুন ২০২৩ ইং
নাদিয়া নুসরাত|ছবি সংগৃহীত

ট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালীতে ১৪/৬/২৩  সন্ধ্যা রাতে নাদিয়া নুসরাত নামে এক যুবতী মেয়েকে সিএনজিতে আটকে নির্যাতন ও ধর্ষনের চেস্টা, রাত ২টায়  পুলিশ ডেকে মিথ্যা বিস্পোরক মামলায় জড়িয়ে তাকে কারাগারে পাঠায়।চট্টগ্রামের মিরসরাইতে শহর থেকে গ্রামের বাড়ী ফেরার পথে ইছাখালী শাহাজী বাজার এলাকায় নাদিয়া নুসরাত নামের এক যুবতী মেয়েকে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে নির্যাতন চালায় একদল সন্ত্রাসী। এসময় তারা তাকে নির্যানের কিছু ভিডিও বৈশাখী টেলিভিশনের হাতে এসেছে। ভিডিতে দেখা যায় মেয়েটি বার বার বাঁচার জন্য থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা পুলিশ কোন সহযোগীতা করেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা তার গায়ে হাত দিতে চাইলে সে চিৎকার করে বলে গায়ে হাত দিবি না। মিরসরাইয়ের ইছাখালী ইউনিয় পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফার ছেলে পাবেল ও কামরুল  এর নেতৃত্বে  সন্ত্রাসীরা তাকে নির্যাতন শেষে রাত ২টায় থানা পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের সামনে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলেও পুলিশ অদৃশ্য কারনে এই যুবতী মেয়েকে মিথ্যা বিস্পোরক মামলায় জড়িয়ে গতকাল জেল হাজতে প্রেরণ করে। এই ঘটনা জানাজানি হলে জোরারগঞ্জ থানা পুলিশের  বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

Ad Code

Responsive Advertisement