Recent in Technology

টুইটারের ভিডিও নামানো যাবে, তবে...



ম্প্রতি বহুল প্রচলিত নীল রঙের পাখির ছবি পরিবর্তন করে এক্স অক্ষরের নতুন লোগো উন্মুক্ত করেছে টুইটার। লোগোর পাশাপাশি কালো রঙের নতুন থিমও প্রকাশ করেছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটি। লোগো ও থিম পরিবর্তনের বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে দমে যাওয়ার পাত্র নন টুইটারের মালিক ইলন মাস্ক। হঠাৎ টুইটারে ভিডিও নামানোর (ডাউনলোড) সুযোগ চালু করেছেন তিনি। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে টুইটারে অন্যদের পোস্ট করা ভিডিও ডাউনলোড করা যাবে।
টুইটারের তথ্যমতে, শুধু অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীরা টুইটার থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে ভিডিও পোস্ট করা ব্যক্তি ডাউনলোড অপশন বন্ধ রাখলে অথবা কোনো অ্যাকাউন্ট প্রাইভেট করা থাকলে ভিডিও ডাউনলোড করা যাবে না। শুধু তা–ই নয়, ১৮ বছরের কম বয়সী কোনো ব্যবহারকারী অন্যদের ভিডিও ডাউনলোড করার সুযোগ পাবে না।
নতুন এ সুবিধা চালুর ফলে অন্যদের পোস্ট করা বিভিন্ন ভিডিও স্মার্টফোন বা কম্পিউটারে সংরক্ষণ করা যাবে। ফলে অনলাইনে না থাকলেও ভিডিওগুলো দেখার সুযোগ মিলবে। ফলে ব্যবহারকারীরা সহজেই দীর্ঘ সময় বন্ধু বা পরিচিত ব্যক্তিদের ভিডিওগুলো দেখতে পারবেন।
সূত্র: ইন্ডিয়া ডটকম, দ্য ভার্জ

Ad Code

Responsive Advertisement