Recent in Technology

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫


ট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় পাগলা কুকুরের কামড়ে ১৫ নারী-পুরুষ আহত হয়েছেন।

০৬ জুলাই, বৃহস্পতিবার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ থেকে ১৬ জনকে কামড় দিয়ে আহত করে পাগলা কুকুর। এর কামড় থেকে রেহাই পায়নিগৃহপালিত গরু, ছাগলও ৷

ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ড মধ্যম ও উত্তর ওয়াহেদপুর গ্রামের, রবিউল হোসেন, মন্নান, রহিম, ছাত্রলীগ নেতা রনি, রফিক, ফকির, হালিমা, ফাতেমা, মিয়া। এছাড়া মিয়া ও নিজামের দুটি গরু তাহমিনার ছাগলকে কামড় দেয় পাগলা কুকুর৷ আহত আরও ক’জনের নাম পরিচয় জানা যায়নি৷ পরবর্তীতে স্থানীয়রা কুকুরটি মেরে মাটিতে পুতে ফেলে৷

কুকুরের কামড়ে আহত কৃষক রবিউল হোসেন বলেন, ভোরে আমি খেত থেকে সবজি তুলে বাড়ির বারান্দায় গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ কিছু বোঝার আগেই আমার উপর পাগলা কুকুরের আক্রমণ৷ আমার বাম হাতে কামড় দিয়ে চলে যায়।

ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন, বেওয়ারিশ এই পাগলা কুকুরের ব্যাপারে আগে থেকে এলাকার কেউই অবগত ছিল না। হঠাৎ আজ সকালে এমন ভয়াবহ আক্রমণ। ফজরের নামাজ পড়তে যাওয়া অবস্থায় মুসল্লীদের উপর আক্রমণ, ক্ষেতের কৃষক, পথচারী, নারী এমনকি গৃহপালিত পশুর উপরও আক্রমণ করেছে পাগলা কুকুর৷ আহতদের মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে৷

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ ক’জন হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬ জন ভর্তি আছে।

Ad Code

Responsive Advertisement