Recent in Technology

করোনা শনাক্ত ৭ জনের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩

করোনা শনাক্ত|ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল ৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ সময় কারও মৃত্যু হয়নি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৫। সুস্থ হয়েছেন ৩২৬ জন।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৭ হাজার ৭৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৪২৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে ৬ জনই ঢাকার বাসিন্দা। বাকি একজন যশোরের।

চলতি বছরের জানুয়ারিতে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। গত জানুয়ারিতে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।

Ad Code

Responsive Advertisement